গৌরনদীতে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কার পুকুরে

বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামী একটি প্রাইভেট কার ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের পুুকুরে পড়েছে।
মআজ মঙ্গলবার (০৭ নভেম্বর) ঐ দূর্ঘটনায় ভ্যানটির নারী যাত্রী আহত হয়েছে বলে গৌরনদী হাইওয়ে থানার এসআই কবির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। বরিশাল থেকে ঢাকামুখি দ্রুতগামী প্রাইভেট কারটি বরিশাল-ঢাকা জাতীয় মহাসড়কের বার্থী এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রাইভেট কারে চালক ছাড়া কোন যাত্রী ছিলনা। দূর্ঘটনার পর পরই চারক পালিয়ে গেছে। গাড়ীটি উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বিটিসি নিউজকে বলেন, আহত এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.