গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন খন্দকার জাহাঙ্গীর আলম 

গাইবান্ধা প্রতিনিধি: রাজনৈতিক গ্রুপিং-লবিং আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন খন্দকার জাহাঙ্গীর আলম।
আজ শনিবার (২৬-ডিসেম্বর) বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (গণভবনে) আওয়ামিলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় গোবিন্দগঞ্জ
পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
ঘোষণার এ বিষয়টি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত হওয়া যায়।
প্রসঙ্গত গত ১৪-ডিসেম্বর নির্বাচন কমিশন গোবিন্দগঞ্জ  পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে।ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।১৯৯৮ সালে গোবিন্দগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর এটি পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আসন্ন এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মেয়র পদে প্রতিদ্বন্ডীতার সুযোগ পাচ্ছেন খন্দকার জাহাঙ্গীর আলম।
খন্দকার জাহাঙ্গীর আলম গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও কৃষকলীগের গোবিন্দগঞ্জ  উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি এরআগে গোবিন্দগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পরিষদের সদস্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.