গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী,শিবির নেতা সহ ৬ জন গ্রেফাতার

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং এক শিবির নেতা সহ ৬ জনকে গ্রেফাতার করেছে। গত ১৮ জুন সোমবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ পুর গ্রামের ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোশাররফ হোসেনের স্ত্রী রোজিনা খাতুন রোজি, একই এলাকার বছরের ৫ সাজা ওয়ারেন্টের আসামী আব্দুল মজিদের পুত্র রঞ্জু মিয়া ও নাকাই হাটের ৩ বছরের সাজা প্রাপ্ত আব্দুল কাদের প্রধানের ছেলে লিটন মিয়াকে গ্রফতার করে।

এছাড়াও জি আর মামলার ওয়ারেন্টের আসামী ঘোড়ামারা গ্রামের ধলু মিয়ার ছেলে খোকন ও ফুলহারা গ্রামের আব্দুল আজিজের ছেলে ফিরোজ আহমেদ রতন এবং জামায়াত শিবিরের সভাপতি তছির আলীর ছেলে সাব্বির রহমান সাজু কে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.