গোবিন্দগঞ্জে ২ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ কোটি ২৬ লক্ষ টাকা  ব্যয়ে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯৭ লক্ষ, সাড়ে ১২ টায় নাকাই ইউনিয়নের পোগইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬৮ লক্ষ এবং দুপুর ২ টায় হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬১ লক্ষ মোট ২ কোটি ২৬ লক্ষ ব্যয়ে তিনটি শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, এল জি ই ডির গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী আহসান কবির, এ ছাড়া উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্যের প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ হাসান চৌধুরী লিটন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকছেদুল আমিন রিপন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি,সম্পাদক ও গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.