গোবিন্দগঞ্জে শিক্ষকের অনৈতিক কর্মের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আলহাজ্ব আহম্মদ আলী দাখিল মাদ্রাসার সুপারের অনৈতিক কর্মের প্রতিবাদে শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে ক্লাশ বর্জন করেছে।
শিক্ষার্থীরা বিটিসি নিউজকে জানান, মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাকের যৌন লালসার শিকার হয়ে অন্তসত্বা হয়ে পড়া বাড়ির কাজের মেয়ের গর্ভের সন্তান পিতৃপরিচয়ের দাবিতে উপজেলা প্রশাসনের দারে দারে ঘুরছে।
সুপারের এই অনৈতিক কাজের প্রতিবাদ ও বিচারের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করা হয়।তবে আব্দুর রাজ্জাক এ অভিযোগ অস্বীকার করলেও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বিটিসি নিউজকে জানান, এ সংক্রান্ত বিষয়ে ওই সুপারের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.