গোবিন্দগঞ্জে পুকুরে মিলল ৫ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে ৫ কোটি টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের আলীগ্রামে পবনা পুকুর নামে পরিচিত সরকারি পুকুরটি খননকালে কালো পাথরের তৈরী একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়। ওই মূর্তিটির ওজন ৮৩ কেজি।

সেখানে উপস্থিত পুকুরের পাহারাদার ভোলা (২৭) মূল্যবান জিনিস মনে করে পাশের আমিরুলের বাড়িতে নিয়ে মাটির নিচে পুঁতে রাখে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পেছনে মাটির নিচ থেকে ৪০”×১৯” মাপের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। মূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে বগুড়ার মহাস্থানে অবস্থিত প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.