গোবিন্দগঞ্জে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ২ ও আহত ১৫

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ বোয়ালিয়া মোড় নামক স্থানে আজ বৃহম্পতিবার সকালে ঢাকা থেকে রংপুর গামী দুই কন্যা পরিবহন ও গাইবান্ধা থেকে বগুড়া গামী মায়ের আর্শিবাদ পরিবহন মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও আহত হয়েছে অন্তত ১৫জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় এবং তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনের অবস্থা আশংকাজনক হলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল। প্রেরণ করা হয়, এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৯ জন ভর্তি আছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.