গোপালপুর পৌর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছে মেয়র পদপ্রার্থী লিলি

লালপুর (নাটোরপ্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে দৌঁড়ঝাপ হয়েছে সম্ভাব্য মেয়র প্রার্থীদের।

এর ধারাবাহিকতায় নির্বাচনী মাঠ কে নিজের দখলে রাখতে ও প্রার্থীতা জানান দিতে পৌর এলাকার তৃণমূল জনসাধারণের নিকট দোয়া ও সমর্থন কামনা করে গণসংযোগ ও পথসভা করেছে গোপালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর আ.লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি।

আজ বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর সভার ৩ নং ওয়ার্ডের বিজয়পুর এলাকায় এই গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় গোপালপুর পৌর আ.লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড আ.সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক, সিনিয়র সহ-সভাপতি আবু সামা মন্ডল প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.