গোপালপুর পৌরসভায় নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি: “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে”, “নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই স্লোগানে সারাদেশের ন্যায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় বিট পুলিশিং র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে গোপালপুর পৌরসভার ঐতিহ্যবাহী কড়ইতলা থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা পুলিশের আয়োজনে ও লালপুর থানার ওসি (তদন্ত) ফজলুর রহমানের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন নাটোরে জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, গোপালপুর ডিগ্রি পাশ ও অনার্স কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, এসআই ফজলুল হক সহ পৌর যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.