গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং করায় দুই বখাটে গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক ছাত্রীর স্কুলে যাওয়ার পথরোধ করে ইভটিজিং করার অপরাধে দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৭ জুন) সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- একই উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের বালা মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা (১৮)ও মো. শাহাদৎ মোল্লার ছেলে মো. আরিফুজ্জামান মোল্লা (২০)।
মামলার অভিযোগে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুলছাত্রী স্কুলে যাচ্ছিলো। পথিমধ্যে পাইককান্দি মোল্লা বাড়ির সামনে পৌঁছালে ওই স্কুলছাত্রীর পথরোধ করে হাত ধরে টানা হেচড়া করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর শোর চিৎকারে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে বলেন, এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই দুই বখাটে যুবকের নামে নিয়মিত মামলা রজু করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.