গোপনে নয় বরং ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : শ্রম উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। গোপনে নয় বরং ঘোষণা দিয়ে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রমাগত পোস্ট দিয়ে উসকানি ছড়ানো হচ্ছে।
রোববার (১০ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উপদেষ্টা।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাহলে রাষ্ট্রের চেয়ে বড় কারা আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এসব বিষয়ে আপনাদের (সাংবাদিক) একটা ভূমিকা থাকা উচিৎ। আমরাও কাজ করছি। এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আওয়ামী লীগের আহ্বানে এত বড় একটা কর্মসূচিতে শ্রমিকরা মিছিল নিয়ে আসতো। কেউ তো আসেনি। দুয়েকটি কারখানায় সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করছি।
তাহলে আমাদের কি ষড়যন্ত্র তত্ত্ব থেকে মুক্তি নেই? উত্তরে উপদেষ্টা বলেন, ষড়যন্ত্রের তত্ত্ব এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। দেশের বাইরে বসে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে শ্রমিকদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা তো গোপনে হচ্ছে না। এটা তো পাবলিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে।
ভুয়া ডাটা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাটায় আর কারচুপি হবে না। ভুয়া উন্নয়নে আমরা বিশ্বাস করি না। আমরা কি অবস্থায় আছি, সেটা মানুষ দেখবে। পরিসংখ্যান বিভাগকে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন। যেটা ফ্যাক্ট, সেটাই যেন দেখানো হয় বলে দিয়েছেন। বাড়িয়ে উন্নয়ন দেখিয়ে স্বপ্নের মধ্যে রাখার কোনো মানে হয় না। আমরা যখন বাস্তবে আছি, তখন আমাদের বাস্তবতার কথাগুলো বলতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.