গোপনে দোকান খোলার অপরাধে ৩২ দোকান সিলগালা

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে মহামারী করোনায় লকডাউনের শর্ত ভাঙ্গায় ৩২ খোলা দোকানঘর সিলগালা করে ২,৫০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৩ মে) ২০২০ ইং সকাল থেকে বিকেল অবধি তানোর পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

থানা পুলিশকে সাথে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। সেই সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩২টি দোকান ঘর সিলগালা করে দেন।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সরকারি আদেশ অমান্য করে কতিপয় মুনাফা লোভী কাপড়, প্রসাধনীসামগ্রীর ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা সদরের গোল্লাপাড়া, কালিগঞ্জ, তালন্দ বাজারসহ কিছু স্থানে এ নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করে আসছিল।

এই অপরাধে ৩২টি দোকান সিলগালা ও চার ব্যবসায়ীকে ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.