গোদাগাড়ীতে ১০ লক্ষ টাকা ব্যায়ে স্নানঘাট ও বঙ্গবন্ধু পরিষদ উদ্বোধন


গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী প্রেমতলী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসবের অন্যতম স্থান শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এর প্রেমতলী তমালতলা স্নান ঘাটের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ১০ লাখ টাকা ব্যায়ে নির্মিত স্নান ঘাটটি রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি থেকে এর শুভ উদ্বোধন করেন। এদিকে প্রেমতলী এলাকায় ওমর ফারুক চৌধুরী বঙ্গবন্ধু পরিষদ ও পাবলিক লাইব্ররী শুভ উদ্বোধন করেন।

এই সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা ও মাটিকাটা ইউপি সদস্য মোঃ নয়ন আলী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.