গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইন সহ আটক-১

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশের চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মানিক চক চর হতে আসা মোঃ সহরুল্লাহ ( ৫৫) কে একশত গ্রাম হেরোইন সহ আটক করতে সক্ষম হয়েছে এবং তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে।
উদ্ধার কৃত একশত গ্রাম হেরোইন এর মূল্য ১০,০০,০০০ ( দশ লক্ষ) টাকা। গ্রেফতার কৃত মোঃ সহরুল্লাহ মানিক চক তিন নং ওয়ার্ডের ইবনে সৈয়দ, মাতা -মোসাঃ নুরবানু বেগম ছেলে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায় গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক সহ সকল অন্যায়ের বিরুদ্ধে এ ধারা অব্যাহত ও প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোদাগাড়ী প্রতিনিধি মো. আলতাফ হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.