গোদাগাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ভোক্তা অধিকার বিষয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক। আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামনা, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, সহকারি কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী থানার প্রতিনিধি এসআই আকবর আলী, বিজিবি প্রতিনিধি, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হায়দার আলী, দপ্তর সম্পাদক আব্দুল বাতেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মাদক, চোরাচালান, বাল্য বিবাহ রোধ, রমজান মাসে দ্রব্য মূল নিয়ন্ত্রণ রাখা সহ বিভিন্ন বিষয় নিচে আলোচনা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.