গোদাগাড়ীতে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর মহিষাল বাড়িতে পদ্মা নদীতে ডুবে হোসেন আলী (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী একই এলাকার আব্দুস সামাদের পুত্র।

জানা গেছে, আজ বুধবার দুপুরে মহিষালবাড়ীর পদ্মা নদীর রেলবাজার ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় হোসেন আলী।

স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোদাগাড়ী স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোদাগাড়ী স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমানের পরিচালনায় ডুবুরী রিপনের সহযোগীতায় নদীর স্রোত ও নদীর তলদেশে থাকা গাছের ডালের মধ্যে আটকে থাকা নিখোঁজ হোসেন আলীকে উদ্ধার করে নিয়ে আসে। পরে হোসেন আলীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আল্ ফাত্তা সামাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.