গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ২

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মেডিকেল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান,  আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো। এ সময় মেডিকেল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন আলম। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা সামাদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বিটিসি নিউজকে জানান, ট্রাকটি আটক করা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে জানান, ট্রাকটি আটকে চেষ্টা চলছে। নিহতের পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.