গোদাগাড়ীতে আওয়ামী লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবার বেলা ১২ টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুজ্জামান শাহিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজয়ের এই মাসে আর একটি বিজয় ছিনিয়ে আনতে হবে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।আমাদের দেশ আর পিছিয়ে নেই। আগামী ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। আমাদের মাথাপিছু আয়ও বাড়বে।
তথ্যপ্রযুক্তিতে দেশ এগিয়ে গেছে বলে সাংসদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বায়ান্ন তম দেশ হিসেবে মহাকাশে উৎক্ষেপন করা হয়েছে।দেশ উন্নয়নের শেখরে পৌছেছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, সাবেক সদস্য শামসুল আলম (হিটলার),উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, মহিলা আওয়ামী লীগ সভাপতি সুফিয়া খাতুন মিলি,সম্পাদক কৃক্ষাদেবী সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করনে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অংগ-সংগঠনের সগযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভায় ৩নং ওয়াড যুবদলের সভাপতি নাজিরুদ্দিন সহ ৭ জন বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেন।

সংবাদ প্রেরক রবিউল ইসলাম খোকন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.