গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইন-সহ মাদক কারবারী নাজিমুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইন-সহ মোঃ নাজিমুল হোসেন (৩৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৩টায় গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবকারী মোঃ নাজিমুল হোসেন (৩৭), সে গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।
শুক্রকার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ডিএসবি মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামে মাদক কারবারী নাজিমুল হোসেন তার নিজ বসতবাড়ীতে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের খাটের তোশকের নিচে রাখা অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে এসআই মোঃ এম এ কুদ্দুস ও সঙ্গীয় ফোর্স। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারী মোঃ জয়নাল পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৫০লাখ টাকা।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.