গোদাগাড়ীতে ডাকাতি হওয়া ট্রাকসহ ১৩.৯৫ টন পাম তেল উদ্ধার, গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতি হওয়া ট্রাকসহ ১৩.৯৫ টন (৭৫ ড্রাম) পাম তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- রানীনগর থানার শফিকপুর এলাকার মৃত মীর বক্সের ছেলে মো: আব্দুস ছামাদ (৫৫), নওগাঁ জেলা সাপাহার থানার মাইপুর গ্রামের আবুল হায়াতের ছেলে হারুন অর রশিদ (৩২) ও একই থানার নিশ্চিতপুর গ্রামের অরুণের ছেলে অনিল (২১)।
ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম ও তার সহকারী মো. আলী হোসেন গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে লালমনিরহাটে যাওয়ার পথে ডাকাতির শিকার হন। তারা ঢাকা মেট্রোঃ ট-২৪-৭৬৩৬ নম্বরের একটি হলুদ-নীল রঙের ট্রাকে ১৩,৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম তেল নিয়ে যাচ্ছিলেন।
২৪ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুরে মহাসড়কে একটি অজ্ঞাত ট্রাক তাদের ওভারটেক করে গতিরোধ করে। এরপর ৮-১০ জনের একটি ডাকাত দল তাদের মারধর করে ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গোদাগাড়ী থানা পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি ট্রাকচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।
এরপর পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর সাপাহার থানা এলাকা থেকে লুণ্ঠিত পাম তেল উদ্ধার করা হয় এবং ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার হয়।
পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.