গেম অফ থ্রোনস প্রিকুয়েলের শুটিং হচ্ছে ইংল্যান্ডে

বিটিসি বিনোদন ডেস্ক: ইংল্যান্ডের কর্নওয়ালে শুরু হয়েছে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের প্রিকুয়েল হাউজ অফ ড্রাগনসের শুটিং। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত আটটি সিজনে নির্মিত হয় গেম অফ থ্রোনস। প্রচারিত হওয়ার পরপরই দর্শকদের মন জিতে নেয় সিরিজটি।
প্রতিবেদনে বলা হয়, ফিল্ম ক্রু এবং অভিনেতাদের কিছু স্থিরচিত্র বাইরে এসেছে। এতে ম্যাট স্মিথ এবং এমা ডি’আরাককে দেখা গেছে। গেম অফ থ্রোনসের ৩০০ বছর আগের সময় দেখানো হবে এই প্রিকুয়েলে। হাউস টারগারিয়ানের উত্থানের গল্প এই নতুন সিরিজে উঠে আসবে।
গটের লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালে লেখা ফায়ার এন্ড ব্লাড বইকে ভিত্তি করে তৈরী হচ্ছে হাউজ অফ ড্রাগনস। ২০২২ সালে এইচবিও ম্যাক্সে এই সিরিজ রিলিজ করা হবে বলে নির্ধারিত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.