গৃহিণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় গৃহিণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার একমাত্র আসামি মোঃ জাকারিয়া (১৮)কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৬ জুন) রাত ৮টায় বাগমারা থানাধীন গোয়ালপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ জাকারিয়া রাজশাহী জেলার বাগমারা থানাধীন গোয়ালপাড়া গ্রামের মোঃ মোতাহারের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম মোছাঃ দিলালী আক্তার বর্ষা (২৪) এর স্বামী শারীরিকভাবে অসুস্থ্য। আসামি জাকারিয়া ভিকটিমের প্রতিবেশী। সেই সুবাদে আসামী ভিকটিমকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কু-প্রস্তাব দেয়।
উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৩ জুন রাত আনুমানিক রাত ৮টার সময় ভিকটিম তার বাড়ীর পার্শ্বে টয়লেটে গেলে জাকারিয়া পিছন থেকে জাপটে ধরে টেনে হিঁচড়ে বাড়ীর পাশে একটি পরিত্যক্ত বাড়ীর বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণ মামলার আসামী জাকারিয়াকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.