গুরুদাসপুর পৌরসভায় সাড়ে ৩৭ কোটি টাকার বাজেট ঘোষনা


নাটোর প্রতিনিধি: ২০২০-২০২১ অর্থ বছরের জন্য নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ৩৭ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩৬৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ওই বাজেট অধিবেশনে পৌর হিসাব রক্ষক আ আ ম সাঈদ শাহরিয়ার আব্বাসী স্বপন ৩৭ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩৬৫ টাকার ওই বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৪০৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৯৪৪ টাকা। উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৩১ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ২৮০ টাকা। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ২৮০ টাকা। এছাড়া রাজস্ব স্থিতি ১৩ লাখ ৫৭ হাজার ৪৫৯ টাকা দেখানো হয়েছে।

বাজেট অধিবেশনে উপস্থিত সাংবাদিকবৃন্দ পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সাথে উন্মুক্ত আলোচনায় গুরুদাসপুর পৌর শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরে উন্নয়নমূলক কাজের পরামর্শ দেন।

এসময় পৌর কর্তৃপক্ষ এলাকার সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় পৌর সচিব হাফসা শারমিন, প্রকৌশলী সেলিম রেজা, ওয়ার্ড কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.