গুরুদাসপুরে বোম সাদৃশ্য ৪টি বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট


.
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৪টি বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট। আজ সোমবার দুপুরে গুরুদাসপুর পৌর এলাকার উত্তর নারিবাড়ি মহল্লার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৪টি বস্তু দেখে স্থানীয় লোকজন ভয় পেয়ে যায়।
পরে তারা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সড়িয়ে দিয়ে এলাকাটি ঘিরে ফেলে।
প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার নিশ্চিত হতে না পেরে বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয় হয়। বিকালে রাজশাহী ও ঢাকা থেকে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট এসে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সন্ধা আনুমানিক সাড়ে সাতটার দিকে ডিস্পোজাল ইউনিট বোম সাদৃশ্য ৪টি বস্তু উত্তরনাড়ীবাড়ি এলাকার ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে এবং আলামত নিয়ে যায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বিটিসি নিউজকে জানান, বোমাটি উত্তরনাড়ীবাড়ি এলাকার ফাঁকা মাঠে নিয়ে যায় র‌্যাবের ডিস্পোজাল ইউনিট। সেখানে তারা সেগুলো নিষ্ক্রিয় করে তার আলামত ল্যাবে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যায়।
তিনি আরো জানান, এটা স্বল্পমাত্রার লোকাল মেট। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় ভাবেই এটা তৈরি করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.