গুরুদাসপুরে বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 

নাটোর প্রতিনিধি:  নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরে প্রতিষ্ঠিত শহীদ সাত্তার রেকায়েত প্রতিবন্ধি একীভূত বিদ্যালয়ের বর্তমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু সাঈদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষা নীতিমালা বহির্ভূত কর্মকান্ড এবং আত্মিকরণের মাধ্যমে স্কুলটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার অভিযোগ আনেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সেনা ও শহীদ পরিবারের সদস্য এসএম নজরুল ইসলাম।

এসময় তিনি শহীদ পরিবারের ওপর নির্যাতন নিপীরন বন্ধসহ তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করে বিদ্যালয়টিকে পূর্বের ন্যায় পরিচালিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যক্ষ মো. আবু সাঈদ বলেন, শিক্ষা নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান চলছে। কোনো সমস্যা নেই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.