গুরুদাসপুরে ট্রাকচাপায় নিহত ১

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাকচাপায় শামিম হোসেন (৩৫) নামে এক টোল আদায়কারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাচিকাটা বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শামিম ওই উপজেলার কাচিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিটিসি নিউজকে জানান, শামিম কাচিকাটা বাজারে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করে থাকেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে একইভাবে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে বিভিন্ন যানবাহনের টোল আদায়ের সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালক শরীফুল ইসলামকে (৫০) আটক করা হয়।

শরিফুল চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামের মৃত নবীর হোসেনের ছেলে।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খাঁন মামুন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.