গুরুদাসপুরে গাড়ির ওপর ভেঙে পড়লো শিমুল গাছ! গুরুত্বর আহত যুবক


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বিশাল আকৃতির একটি শিমুল গাছ হাইচ গাড়ির ওপরে ভেঙে পরে গুরুত্বর
আহত হয়েছেন রবিন (২২) নামের এক গাড়ি চালক।
বৃহম্পতিবার রাত আনুমানিক ৮টার সময় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে। এসময় বিদ্যুতের মেইন তারগুলো ছিড়ে গিয়ে আশপাশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে।
জানা যায়, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে একটি ফাঁকা জায়গায় হাইচ গাড়ি পরিষ্কার করছিলো গাড়ি চালক রবিন। গাড়িটির ওপরে একটি বিশাল আকৃতির শিমুল গাছ ও বিদ্যুতের মেইন লাইন ছিলো। টানা কয়েকদিনের বৃষ্টিতে গাছের গোড়া নরম হয়ে যাওয়ার কারনে বৃহম্পতিবার রাতে ওই গাড়ির ওপর ভেঙে পরে। বিদ্যুতের মেইন তারেগাছ ভেঙে পরার পর গাড়িতে পরে গাছটি। ঘটনস্থালেই গাড়ি চালক বৈদ্যুতিক শর্টে গুরুত্বর আহত হয়।
গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কর্মীরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও রাস্তায় ভেঙে পড়া গাছটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.