গুরুদাসপুরে গার্লস গাইড এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যন্ড কলেজ চত্ত্বরে ওই শীতবস্ত্র বিতরন করা হয়।
আয়োজক সুত্রে জানা গেছে, শীতবস্ত্র বিতরনের আগে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এসোসিয়েশন এক আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। অনুষ্ঠানে উপজেলা গার্লস গাইড এসোসিয়েশন সভাপতি নিগার সুলতানা রেখা ও সম্পাদক ওয়ালিদা শাহরিয়ার বক্তব্য রাখেন।
পরে উপজেলার মাধ্যমিক স্তরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন গার্ল গাইডের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানের পক্ষে সংশিষ্ট শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সালমা আক্তার গার্ল গাইডসদের পড়াশোনার পাশাপাশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান।
তিনি তাদের আরো বিনয়ী, মিতব্যয়ী, সৃষ্টিশীল, আত্মনির্ভরশীল, শারীরিক ও মানসিক উন্নয়নসহ অন্যান্য মানবিক, শিক্ষা ও সেবামুলক কর্মকান্ডে অংশ গ্রহনের নির্দেশনা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.