গুরুদাসপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৯ জন চিকিৎসকের যোগদান


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৯ জন ডাক্তার যোগদান করেছেন। বেশ কয়েক বছর ধরে ডাক্তার সংকটে উপজেলা-বাসীদুর্ভোগ পোহাচ্ছিল। নতুন ডাক্তার যোগদান করায় এলাকাবাসী ভালো স্বাস্থ্যসেবা পাবেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্ররিপ্রেক্ষিতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতগুলো ডাক্তার এক সাথে যোগদান করায় জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এতে করে গরীব-অসহায় রোগীদের স্বাস্থ্য সেবার মানবৃদ্ধি ও সুচিকিৎসা পাওয়ার সুযোগ পাবে বলে এলাকা বাসী আশা করছেন।
জানা গেছে, গুরুদাসপুর পৌর শহরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে ডাক্তার সংকট ছিলো। উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় দুই লক্ষাধিক জনসংখ্যা রয়েছে। অল্প সংখ্যক ডাক্তার দিয়ে চলছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। কম সংখ্যক ডাক্তার থাকায় কর্তব্যরত ডাক্তাররা রোগী দেখতে হিমশিম খেয়েছেন প্রতিনিয়ত।
বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসাধারণের কথা চিন্তাকরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তার নিয়োগ দিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতার অংশ হিসেবে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৯ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়। ডাক্তার যোগদান করায় গুরুদাসপুর উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.