গুরুদাসপুরে অতিদরিদ্র ও হরিজন পরিবার পেল খাদ্য সহায়তা


নাটোর প্রতিনিধি: করোনায় কাজ নেই বলে অনেকের কাছে গেছি কেউ সাহায্য করেনি। বাচ্চাদের নিয়ে খুব কষ্টে ছিলাম.,বাবুরা। চোখে অন্ধকার দেখছিলাম। ঠিক সে সময় বসুন্ধরা কোম্পানী হামাদের জন্য খাবার পাঠিয়েছে। ভগবান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। আমাদের মতো মানুষের জন্য সারাজীবন কাজ করুক চেয়ারম্যান স্যার এই আর্শীবাদ করি।
কথাগুলো বলছিলেন জোৎস্না রবি দাস (৬৫) নামে হরিজন সম্প্রদায়ের এক নারী। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় ৪০০ অতিদরিদ্র ও হরিজন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভসংঘ।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়।
আজ শনিবার নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা।
৩৫ বছর আগে স্বামী হারিয়েছেন মরিয়ম বেগম। তার বয়স এখন ৮৫ ছুয়েছে। ভিটে বাড়ি কিছুই নেই। চার মেয়ে ছিলো তাদেরও বিয়ে হয়েছে। এখন মানুষের সাহায্যের উপর খেয়ে না খেয়ে বেঁচে আছেন তিনি। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা নিতে আসলে বিষয়টি নজরে পরে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি মরিয়মকে সরকারের আশ্রয়ন প্রকল্পে আনার আশ্বাস দেন। এরপর শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বৃদ্ধ মরিয়মের বস্তা নিয়ে কিছু দূরে একটি ভ্যানে তুলে দেন। এমন আন্তরিকতায় চোখের পানি আটকাতে পারেনি মরিয়ম। কেঁদে কেঁদে দোয়া করেছেন। মরিয়মের মত আরেক বৃদ্ধা হাছেনা বানু। তার বস্তাটাও ভ্যানে তুলে দেওয়া হয়েছে। আবেগ আপ্ল“ত হয়ে হাছেনা বলেন, আমার কেউ নাই বাপ। আল্লাহ তোমাকেরে বাঁচাই রাখুক। আরো উন্নতি দিক। আরো দান করুক।
আয়তি দে নামের এক উপকারভোগী বলেন, আমি অসহায় বাবা। বাড়ি ঘর নাই। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকমু। সুখে থাকো তোমরা। আমারে আবার সাহায্য দিও।
করোনার মধ্যে দেশব্যাপী এমন উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিরা। এসময় উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, করোনার মধ্যে দেশের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে। তাদের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করি।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,পৌর মেয়র শাহনাজ আলী মোল্লা, সহকারী কমিশনার (ভ‚মি) আবু রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর এবং বিটিসি নিউজ এর বিশেষ (নাটোর) প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, গুরুদাসপুর শাখার সভাপতি মো. ইমদাদুল হক মোল্লা, সাধারণ সম্পাদক বাবুল হাসানসহ জালালউদ্দিন সুপ্তি, শ ম সেলিম, রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, শাকিল আহমেদ, আতিকুল ইসলাম, রাশেদ নিজাম, প্রভাষক ফিরোজুর রহমান, রহমত আলী, মোক্তার হোসেন, কাউসার আহমেদ, বিপুল কুমার, রমজান আলী, এ কে এম মনির, শ্রী হরে রাম সরকার, সাবিনা ইয়াসমিন শেলী, রহমত আলী মন্ডল, মোহাম্মদ আলী রুবেল, হাবীব সওদাগর, দুলাল প্রামানিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.