গুঠিয়ায় প্রধান শিক্ষকের দায়ের করা চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার-১

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় প্রধান শিক্ষকের দায়ের করা চাঁদাবাজী মামলায় মেহেদী হাসান বাবলু (৩২) নামক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায় ১৩৮ নং দক্ষিন কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী সমাদ্দার ২৪ আগস্ট উজিরপুর মডেল থানায় মেহেদী হাসান বাবলু ও তার পিতা : হারুন সরদারসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।
মামলাত মডেল থানার এস আই রাজিব দাস সনেট বৃহস্পতিবার বিকেলে মেহেদী হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। স্থানীয়রা আরো জানান মেহেদী দীর্ঘদিন যাবত চাঁদা আদায় সহ সাধারন মানুষদের বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে।
মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান বিটিসি নিউজকে জানান, মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজী সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.