গুজরাতের রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডে নিহত বেড়ে-৩২

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গুজরাতের রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩২। দেহগুলো এমন ভাবে ঝলসে গিয়েছে যে, বেশির ভাগই শনাক্ত করা যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে। শীর্ষ আইপিএস কর্মকর্তা সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন (সিট) করা হয়েছে।
রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে, শনাক্ত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এসিপি বলেন, ‘দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে, শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে দেহগুলি শনাক্তকরণের জন্য। তিন জন এই ঘটনায় আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।’
রোববার ভোরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সেখান থেকে তিনি আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। ঘটনাস্থলে এসেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও। তিনি জানিয়েছেন, এখনও এক জন নিখোঁজ রয়েছেন। তার কথায়, ‘আমাদের কাছে যা খবর এসেছে, তাতে জানতে পেরেছি যে, এখনও এক জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও উদ্ধারকারী দলকে কাজে লাগানো হচ্ছে।’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য রাজকোট এমসে ৩০টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই-ই নয়, এমস কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতার জন্য নির্দেশও দেয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.