গুজরাটে বাসচালকের হার্ট অ্যাটাকে প্রাণ গেল ৯ জনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে বাস ও গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। শুক্রবার রাতে গুজরাট প্রদেশের ৪৮ নম্বর জাতীয় সড়কের নাভসারি জেলার এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, বাসটি সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের একটি অনুষ্ঠান শেষে ভালসাদে ফিরছিল। পথে চালকের হার্ট অ্যাটাক হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি টয়োটা ফরচুন গাড়িকে ধাক্কা দেয়। এতে টয়োটা গাড়ির ৮ আরোহী মারা যান। বাসের আহত ২৮ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাস চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের জন্য শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
টুইটাটরে অমিত শাহ লেখেন, ‘গুজরাটে সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সমস্ত প্রয়োজনীয় সাহায্যের কথা বলা হয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
গত ১৪ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.