গুজরাটের মেয়েরা বিয়ের আগে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, নিষেধাজ্ঞা!

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া জীবন চিন্তা করা প্রায়ই অসম্ভব। আর এই আধুনিক যুগে এসেও ভারতে মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে রয়েছে নানা ধরনের বিধি নিষেধ। যদিও সময় পাল্টেছে। মেয়েরা এখন অনেক ক্ষেত্রেই ছেলেদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও ভারতের গুজরাটের একটি জায়গায় মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে রয়েছে মধ্যযুগীয় ধ্যান-ধারণা।

ভারতের গুজরাটে বানাসকান্থার দান্তিওয়াড়ার ১২টি গ্রামে কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। ওই এলাকার থাকোর সম্প্রদায় সম্প্রতি একটি সভা ডেকে এ নির্দেশ জারি করেছে।

কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তার বাবাকে দেড় লাখ রুপি জরিমানা দিতে হবে।

এছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা বহু টাকার বাজি পোড়ানোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

থাকোর সম্প্রদায়ের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। কোনো মেয়ে অন্য গোত্রের ছেলে বিয়ে করলে দেড় লাখ ও কোনো ছেলে অন্য গোত্রের মেয়ে বিয়ে করলে দুই লাখ রুপি জরিমানা দিতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.