গুজরাটের আহমেদাবাদে বহুতল হাসপাতালে আগুন, সরানো হলো ১২৫ রোগী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে রবিবার (৩০ জুলাই) ভোরে ১০তলা বিশিষ্ট একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দ্রুত প্রায় ১২৫ জন রোগীকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
আজ রবিবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে আহমেদাবাদের শাহিবাগে রাজস্থান হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করেছেন। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল কাজ করছে। হাসপাতালের বেজমেন্ট যেখানে আগুন লেগেছিল সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বহুতল ভবনের হাসপাতালটি থেকে প্রায় ১২৫ জন রোগীকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালটি একটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত হয়। (সূত্র: হিন্দুস্তান টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.