গিনেস বুকে হ্যাট্রিক ভারতীয়ের। নদীয়ার বঙ্গ সন্তানের কৃতিত্ব গর্বিত এলাকাবাসী (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: গিনিস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডসে হ্যাট্রিক করলেন এক ভারতীয় ৷ সেই ভারতীয় হলেন নদীয়ার শান্তিপুরের বাসিন্দা অনুপম সরকার ৷
অনুপম সরকার কমেডিয়ান শিল্পী, অভিনেতা, এঙ্কার এবং ভক্ত ভানু নামে জনপ্রিয়তা আগেই অর্জন করেছিলেন ৷ তবে গিনিস বুকে নাম তোলা তার অন্যতম স্বপ্ন ছিলো ৷ সেই স্বপ্ন সফল হয় ২০১৯সালে ৷
সেবার লঙ্গেষ্ট স্টেপল চেনের মালা গেঁথে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার জীবনে প্রথম নাম তোলেন ৷ এরপর ২০২০সালে দীর্ঘতম আপেল বীজের মালা গেঁথে দ্বিতীয় রেকর্ড করেন ৷
উদ্দেশ্য ছিলো আপেলের বিজের মধ্যে যে সায়ানায়িড থাকে আসলে সেটা বিষ এবং ঐ বীজ বারবার খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে ৷ সে কারনে জন সচেতনতা গড়ে তোলার জন্যই তার ঐ উদ্যোগ ছিলো ৷
এরপর ২০২১সালে ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে দিল্লীতে যে “অমর জওয়ান জ্যোতি” স্মৃতি স্তম্ভ আছে তার প্রতিবিম্ব দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরী করে গিনিস বুকে নাম তুললেন ৷
একই সঙ্গে হ্যাট্রিক করে ফেললেন গিনিস বুকে ৷
সম্প্রতি অনুপমবাবুকে গিনিস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডস কতৃপক্ষ তৃতীয় রেকর্ডের সার্টিফিকেটটি ও প্রদান করেছে ৷ ফলে গিনিস বুকে হ্যাট্রিকের আনন্দে আমাদের ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন ৷
তাঁর রেকর্ডের পাছনে যাদের অবদান আছে তাদের অনেকের কথাই এদিন তুলে ধরেন অনুপমবাবু ৷
অনুপমবাবুর ইচ্ছা দেশলাইয়ের কাঠি দিয়ে বানানো “অমর জওয়ান জ্যোতি” স্মৃতি প্রতিবিম্বটি দিল্লীর মিউজিয়ামে সংরক্ষিত জওয়ান শ্রদ্ধা জানিয়ে হ্যাটট্রিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.