গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপি’র মহাসচিবসহ ৩৫ নেতার জামিন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর শাহবাগ থানার গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকে অন্তবর্তীকালিন জামিন দিয়েছেন আদালত।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস তাদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকালে মির্জা ফখরুলসহ ৩৫ নেতা আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ এপ্রিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

শাহবাগ থানার ওই দুই মামলায় মির্জা ফখরুল ছাড়াও আসামী হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, শিমুল বিশ্বাসসহ আরও অনেকে। এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.