গাম্বিয়ায় ভয়াবহ বন্যায় ১১ জনের প্রাণহানি

বিটিসি আন্তর্জাতিক ডেস্কগত মাসের শেষের দিকে গাম্বিয়ায় বিগত প্রায় অর্ধশতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ সংস্থা এ তথ্য জানিয়েছে। এই বন্যায় ঘরবাড়ি ছাড়া হয়েছে ৫ সহশ্রাধিক মানুষ।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি (এনডিএমএ) জানিয়েছে, ৩০ এবং ৩১ জুলাই  ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় পাঁচ বছরের কম বয়সী ৮ সহশ্রাধিক শিশুসহ কমপক্ষে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে লাখো মানুষের উপর প্রভাব পড়ার আশংকা রয়েছে।
সংস্থাটি বলেছে, পানি সম্পদ বিভাগ রাজধানী বানজুলে দুই দিনের ব্যবধানে ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। শহরতলীগুলির জনবসতিই ক্ষতিগ্রস্থ হয়েছে সবচেয়ে বেশি।  শতশত বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং মানুষের বসবাস অনিরাপদ হয়ে পড়েছে।
ঘরছাড়াদের মধ্যে অধিকাংশই নারী, যাদের ৫২.৪ শতাংশ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এনডিএমএ এবং রেড ক্রস বানজুলের একটি অস্থায়ী শিবিরে ৩৫০ জনকে আবাসন দিচ্ছে। (সূত্র: এএফপি ও আফ্রিকা নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.