গানপাউডার ও দেশীয় অস্ত্র উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক সম্পাদকসহ ১০ শিবিরকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশবিরিরে সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল কাফিসহ ১০ ছাত্রশবিরিরে নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে ৫’শ গ্রাম গানপাউডার, ৮টি ককটলে, ৫টি হাসুয়া ও ৫টি জিহাদী বই উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী হিফজুল উলুম মাদ্রাসার ছাত্রবাসের দ্বোতলায় একটি রুমের মধ্যে গোপন বৈঠক করার সময় শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়।

সদর থানান অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী হিফজুল উলুম মাদ্রাসার ছাত্রবাসের একটি ভবনে শিবির নেতা-কর্মীদের গোপন বৈঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় শংকরবাটী হিফজুল উলুম মাদ্রাসার ছাত্রবাসের দ্বোতলায় একটি রুমের মধ্যে গোপন বৈঠককালে জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল কাফিসহ ১০ ছাত্রশবিরিরে নেতা-কর্মীকে আটক করা হয়।

এসময় সেখানে নাশকতার জন্য মৌজুদ রাখা ৫’শ গ্রাম গানপাউডার, ৮টি ককটেল, ৫টি হাসুয়া ও ৫টি জিহাদী বই উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, আটককৃতদের থানায় জিঙ্গাসাবাদ চলছে এবং এব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আটককৃত শিবির নেতা-কর্মীরা সরকার বিরোধী আন্দোলন এবং নাশকতার জন্য গোপন বৈঠকে বসেছিলো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.