গাজীপুরে মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরীর কারখানার ৬ তলা গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।  আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ১৫টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা করে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খাতুন জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটেরকর্মীরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি। কেউ হতাহত হওয়ারও খবর পাওয়া যায়নি।

এর আগে সকালে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বিটিসি নিউজকে জানান, ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে।

এদিকে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের ডিজিএম (অ্যাকউন্টস অ্যান্ড ফিন্যান্স)  মো. রফিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, ওই কারখানায় টেলিভিশন, রেফ্রিজারেটর সংযোজনের পাশাপাশি রাইস কুকার, ইস্ত্রিসহ বিভন্ন ইলেকট্রনিক পণ্য তৈরী করা হয়। তিনি আরও জানান, প্রায় দুই হাজারের মত কর্মী এ কারখানার বিভিন্ন বিভাগে কাজ করেন। তবে আজ শুক্রবার কারখানা বন্ধ ছিল।

আগুনের খবর পেয়ে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এবং পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শনে করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.