গাজীপুরে বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুর সিটি করপোরেশনের একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহকর্তাসহ চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার ভোর ৪টার দিকে সালনার কাথোরা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: গৃহকর্তা ইয়াকুব আলী, তার স্ত্রী, ছেলে স্বপন এবং শ্বশুর।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, আজ শনিবার ভোর ৪টার দিকে ইয়াকুব আলীর বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা গৃহকর্তা ইয়াকুব আলী, তার স্ত্রী, ছেলে স্বপন এবং শ্বশুরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইয়াকুব আলী, স্ত্রী ও শ্বশুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে কাউন্সিলর আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ইয়াকুব আলীর শরীরের বেশির ভাগ এবং তার স্ত্রীর শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার (অপরাধ) শরীফুর রহমান বিটিসি নিউজকে জানান, কী কারণে বিস্ফোরণ হয়েছে বা আগুন লাগার সূত্রপাত কোথায়, তা জানা যায়নি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.