গাজীপুরে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে সুতার কারখানা-গুদাম

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পূবাইল কুদাব এলাকায় আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটে। টঙ্গীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বিটিসি নিউজকে জানান,আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে প্রথমে ‘রহমান এন্টারপ্রাইজ’ নামের তুলা ও ঝুট থেকে সুতা তৈরীর কারখানায় প্রথমে আগুন লাগে।
পরে মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পাশের ব্লু-রুম, মেশিনরুম, কাটিং রুম ও গুদামসহ আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়।খবর পেয়ে টঙ্গী থেকে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.