গাজা যুদ্ধ শেষ হবে হামাসের আত্মসমর্পণের মাধ্যমে : ইসরাইল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আত্মসমর্পণের মাধ্যমেই গাজায় চলমান যুদ্ধ শেষ হবে। ইসরাইলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান সাংবাদিকদের বলেন, ‘হামাস নেতারা ইসরাইলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে এবং বন্দিদের ফিরিয়ে দিতে হবে।’
ইসরাইলি এই মুখপাত্র বলেন, তাদের সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় অগ্রসর হচ্ছে। তার দাবি, ‘আমাদের বাহিনী (গাজার হামাস নেতা) ইয়াহিয়া সিনওয়ারের (খান ইউনিসের) বাড়ি ঘেরাও করেছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা।’
ওফির গেন্ডেলম্যান গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আহবানও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘এখন যুদ্ধবিরতির এই আহবান গাজায় হামাসকে ক্ষমতায় রাখার আহবানের সমতুল্য। আমরা এটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় ১৭ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.