বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লটিলায় (জিএসএফ) অংশ নিয়ে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান, মিশর এবং আসিয়ান সদস্য দেশগুলো এই প্রচেষ্টায় মালয়েশিয়াকে সহায়তা করছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।
গ্লোবাল সুমুদ ফ্লটিলার মোট ৪৪টি দেশের ৫০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। তাদের মূল উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরাইলের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানো। সুমুদ নুসানতারা নামে এই বহরে যোগ দেন মালয়েশিয়ার স্বেচ্ছাসেবকরা।
তবে গত বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) নৌবহর গাজার কাছাকাছি পৌঁছালে হামলা চালিয়ে এর সবগুলো জাহাজ জব্দ করে ইসরাইল। এছাড়া জাহাজগুলোতে থাকা স্বেচ্ছাসেবকদেরও আটক করা হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই মিশনে থাকা ২৩ জন মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু ইসরাইলে মালয়েশিয়ার কোনো নিজস্ব দূতাবাস নেই, তাই সরকার বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে তাদের নাগরিকদের কনস্যুলার সহায়তার জন্য অনুরোধ করেছে। তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম এবং আসিয়ান অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলাম।’
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। জর্ডান ও তুরস্ক মালয়েশীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া মিশরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করছে।
মিশনের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ান সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিল। তারাও এখন মালয়েশীয় নাগরিকদের মুক্তির জন্য সহায়তা করছে।
বর্তমানে আটক অ্যাক্টিভিস্টদের সঙ্গে তাদের আইনি দলের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। কারণ ইসরাইলে ‘ইয়োম কিপ্পুর’র ছুটির কারণে সরকারি ও কূটনৈতিক কার্যালয়গুলো বন্ধ আছে।
তবে পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সরকার প্রতিনিয়ত তাদের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং সোমবার কার্যালয়গুলো খুললে আবারও যোগাযোগ স্থাপন সম্ভব হবে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.