গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ওয়াশিংটন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার ইঙ্গিত বলে বিবেচনা করছে। ওয়াশিংটন অনেক আগে থেকেই গাজা উপত্যকায় ইসরায়েল হামলার তীব্রতা কমানোর জন্য আহ্বান জানিয়ে আসছিল।
গত সপ্তাহের শেষের দিকে ইসরায়েলি বাহিনী বলেছিল, তারা গাজা থেকে অন্তত ৫ ব্রিগেড সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে।
ওয়াশিংটন মনে করছে, ইসরায়েল শেষ পর্যন্ত গাজার ওপর ব্যাপক ভিত্তিক বোমা হামলা থেকে সরে আসতে যাচ্ছে এবং তারা হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে।
বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, ইসরায়েলের এই সিদ্ধান্তে তারা খুশি তবে এটা আরও আগে হওয়া উচিত ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.