গাজায় ২৪ ঘণ্টায় ১০০ স্থাপনায় হামলা, নিহত-১২৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার পরিমাণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। টানা প্রায় তিন মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের বেশি।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজায় ১০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আকাশ, নৌ এবং স্থলভাবে এসব হামলা চালানো হয়েছে।
হামাসের সামরিক স্থাপনা থেকে শুরু করে অস্ত্রাগার এবং অন্যান্য স্থাপনা হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে।
জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘ এসব তথ্য জানিয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধের পর গাজার প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে- সেই পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, সহিংসতা বন্ধের পর ফিলিস্তিনের এ ভূখণ্ডের ইসরায়েল বা হামাস কেউ শাসন করবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.