গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া। শনিবার (১ জুন) এই কথা বলেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
এশিয়ার প্রধান নিরাপত্তা সম্মেলনে শাংগ্রি-লা ডায়ালগে বক্তৃতা করার এসময় এ কথা বলেন তিনি। এসময় প্রাবোও আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিন ধাপের প্রস্তাব একটি সঠিক পদক্ষেপ ছিল।
প্রাবোও বলেছেন, ‘যখন প্রয়োজন হবে এবং জাতিসংঘের অনুরোধ আসবে তখনই আমরা সম্ভাব্য যুদ্ধবিরতি বজায় রাখা ও তা পর্যবেক্ষণ করার পাশাপাশি সব দল ও সব পক্ষকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য উল্লেখযোগ্য শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছি।’
অক্টোবরে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টর দায়িত্ব গ্রহণ করছেন ৭২ বছর বয়সী প্রাবো। এর আগে তিনি দেশটির স্পেশাল ফোর্সের জেনারেল ছিলেন। বর্তমানে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
প্রাবোও বলেছেন, প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে এই নির্দেশ দিয়েছেন যে, ইন্দোনেশিয়াও গাজা থেকে ‘এক হাজার রোগীকে সরিয়ে নিতে এবং চিকিৎসা সেবা দিতে প্রস্তুত।’
যুদ্ধের মধ্যে নভেম্বরে গাজার ইন্দোনেশিয়া হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এটি ইন্দোনেশিয়ার একটি এনজিওর মাধ্যমে পরিচালিত হতো।
বক্তৃতা করার সময় প্রাবোও আরও বলেন, গাজার রাফাহ এলাকায় মানবিক বিপর্যয় নিয়ে একটি তদন্তের পাশাপাশি ফিলিস্তিনের পরিস্থিতির ‘ন্যায্য সমাধান’ প্রয়োজন। এ কথাটির ব্যাখ্যায় তিনি বলেন, ‘এর অর্থ শুধু ইসরায়েলের অস্তিত্বের অধিকার নয়, ফিলিস্তিনিদের নিজস্ব মাতৃভূমি, নিজস্ব রাষ্ট্র এবং শান্তিতে বসবাস করার অধিকারও।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.