গাজায় মানবিক সহায়তা বহনকারী কনভয়ে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত-১২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক সংকট আরও তীব্র হচ্ছে।এই পরিস্থিতিতে ইসরায়েলি ড্রোন হামলায় মানবিক সহায়তা বহনকারী একটি কনভয়ের নিরাপত্তারক্ষীরা নিহত হয়েছেন।
গাজায় খাদ্য ঘাটতির মধ্যেও এই হামলার ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)গাজার দক্ষিণাঞ্চলে এই ড্রোন হামলা চালানো হয়। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তারক্ষীরা একটি সহায়তা কনভয় রক্ষা করছিলেন। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতরা মানবিক সহায়তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মী ছিলেন।
ইসরায়েলি ড্রোন হামলাটি বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পশ্চিমে মানবিক সাহায্যের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে চালানো হয়। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে নিহতদের মৃতদেহ মর্গে স্তূপাকারে রাখা অবস্থায় দেখা যায়। গত সপ্তাহে রাফায় আটা সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা ১০ জন ফিলিস্তিনিও ইসরায়েলি হামলায় নিহত হন।
গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান এবং অবরোধের কারণে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। উত্তর গাজায় দুর্ভিক্ষের শঙ্কা বাড়ছে। বুধবার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত হন। একই দিনে পশ্চিম গাজা সিটিতে একটি আবাসিক ভবনে হামলায় ছয়জন, যার মধ্যে শিশুরাও ছিল, প্রাণ হারায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৪,৮০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৬,২৫৭ জন আহত হয়েছেন। গাজায় জাতিসংঘের সাহায্য সংস্থা( UNRWA) জানিয়েছে, ইসরায়েলি হামলা এবং নিরাপত্তাহীনতার কারণে তারা কনভয়ের মাধ্যমে সাহায্য সরবরাহ স্থগিত করেছে।
UNRWA-এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “গাজায় সাহায্য পৌঁছানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বাধা, অবরোধ এবং হামলার কারণে সাহায্য সরবরাহ ব্যাহত হচ্ছে।” বুধবার সীমিত সাহায্য সরবরাহ শুরু হলেও সংকট কাটেনি।
গাজায় ইসরায়েলি হামলা এবং মানবিক সংকট ক্রমশ গভীরতর হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের উচিত গাজায় দ্রুত এবং নিরাপদ সহায়তা সরবরাহ নিশ্চিত করা। এই সহিংসতা বন্ধ করে মানবতার প্রয়োজন পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.