গাজায় নিহতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নৃশংস সামরিক বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং ৯ হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছে বলে সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়াও পশ্চিম তীরে ৫৮ জন নিহত এবং ১ হাজার ২৫০ জনের বেশি আহত হয়েছে বলে মন্ত্রণালয় যোগ করেছে।
৭ অক্টোবর থেকে গাজায় হতাহতের সংখ্যা ২০১৪ সালের গাজা-ইসরায়েল সংঘর্ষের সময়কার নিহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে রোববার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন।
এখন পর্যন্ত, ২০১৪ সালের ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের রেকর্ডে সবচেয়ে মারাত্মক বছর ছিল। তৎকালীন সময়ে ৫১ দিনের যুদ্ধে গাজায় কমপক্ষে ২ হাজার ২৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) জানিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.