BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধানে যোগ দিলো মিশর ও রেডক্রস

গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধানে যোগ দিলো মিশর ও রেডক্রস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় থাকা আরও ১৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধারে সহায়তা করার জন্য মিশর ও আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে (আইসিআরসি) অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিযেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ‘এটি একটি কারিগরি দল। তারা শুধুমাত্র নিহত জিম্মিদের মরদেহ খুঁজে বের করার জন্যই যাচ্ছে।’

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মৃত জিম্মিদের অবস্থান সম্পর্কে ইসরাইল ও হামাস উভয় পক্ষের কাছ থেকে মিশরীয় দলকে তাদের অনুসন্ধান পরিচালনা করার জন্য তথ্য দেয়া হয়েছে।

ইসরাইল সরকার জানিয়েছে, দলগুলোকে গাজায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত এলাকায় তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানের অনুমতি দেয়া হয়েছে।

হামাস যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের আওতায় ২৮ জন মৃত ইসরাইলি জিম্মির মধ্যে ১৫ জনের মৃতদেহ হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী, তাদের সব মৃতদেহ ফেরত দিতে হবে। হামাস জানিয়েছে, তারা এখন মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

এদিকে ৪৮ ঘণ্টার জিম্মিদের মরদেহ দেয়া নিয়ে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, হামাসকে দ্রুত মৃতদেহগুলো ফেরত দিতে হবে, ‘না হলে এই মহান শান্তি প্রক্রিয়ায় যুক্ত অন্য দেশগুলো পদক্ষেপ নেবে’।

ইসরাইল জানিয়েছে, মিশরীয় দলকে আইসিআরসি’র সঙ্গে কাজ করার অনুমতি দেয়া হয়েছে মৃতদেহগুলো শনাক্ত করতে এবং তারা ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানে এক্সকাভেটর মেশিন ও ট্রাক ব্যবহার করবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা – খাদ্য উপদেষ্টা বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আদমদীঘিতে ২৪ রঙ্গে গ্রাফিতি ও চিত্রাংকণ বিয়জীদের মাঝে চেক বিতরন সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে, দুর্যোগকে জয় করে আমরা এগিয়ে যাব : বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ফিলিস্তিনে নির্বাচন চায় হামাস অস্ত্র হাতে টহল দিতে হলে কোনো দেশই গাজায় সেনা পাঠাবে না : জর্ডানের বাদশাহ যুদ্ধবিরতি নিশ্চিত করতে কোন বিদেশি সেনা মোতায়েন হবে তা ইসরাইল সিদ্ধান্ত নেবে : নেতানিয়াহু গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধানে যোগ দিলো মিশর ও রেডক্রস বিজয়নগরে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত, আহত-২০ টেকনাফে পাচারকারীর কবল থেকে ১৪ জিম্মি উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক-৩